বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বারাষ্ট্র মন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাজশাহী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন।
আজ শুক্রবার এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়। শোক বার্তায় জানানো হয়, এ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে আওয়ামালীগের অন্যতম বিজ্ঞ ও দক্ষ নেত্রীকে হারালাম। তার শুণ্যস্থান আমরা কোনদিন পূরণ করতে পারবো না। নারী আন্দোলন ও নারীদের অধিকার আদায়ে অ্যাড. সাহারা খাতুন অগ্রণী ভুমিকা পালন করেছেন। তাঁর অবদান ভুলবার নয়।