বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ শনিবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৯৯ লাখ চার হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৪০ লাখ ৫০ হাজার ৪০৯ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৫৭ হাজার ৬৪৩ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৫৩ লাখ ৫৭ হাজার ৬৩১ জন সুস্থ হয়ে উঠেছে।বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ১০ লাখ ৬৮ হাজার ৭০৩ জন, ব্রাজিলে ছয় লাখ ৯৭ হাজার ৫২৬, রাশিয়ায় তিন লাখ ৮৪ হাজার ১৫২ জন, ভারতে দুই লাখ ৯৫ হাজার ৯১৭, চিলিতে দুই লাখ ২৩ হাজার ৪৩১, স্পেনে সেরে উঠেছে এক লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, ইতালিতে এক লাখ ৮৭ হাজার ৬১৫, জার্মানিতে এক লাখ ৭৭ হাজার ১০০, ইরানে এক লাখ ৭৭ হাজার ৮৫২, তুরস্কে এক লাখ ৬৭ হাজার ১৯৮, পেরুতে এক লাখ ৫৯ হাজার ৮০৬, মেক্সিকোতে এক লাখ ২০ হাজার ৫৬২, সৌদি আরবে এক লাখ ২০ হাজার ৪৭১, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৪৩৯ এবং ফ্রান্সে ৭৫ হাজার ৩৫১ জন সুস্থ হয়ে উঠেছে।
এ ছাড়া কানাডায় ৬৫ হাজার ৭২৬ জন, বাংলাদেশে ৫৩ হাজার ১৩৩, সুইজারল্যান্ডে ২৯ হাজার, বেলজিয়ামে ১৬ হাজার ৯১৮, অস্ট্রিয়ায় ১৬ হাজার ৩৪৮, দক্ষিণ কোরিয়ায় ১১ হাজার ১৭২ মালয়েশিয়ায় আট হাজার ২৯৪ জন এবং অস্ট্রেলিয়ায় ছয় হাজার ৯৫৮ সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং চার লাখ ৯৬ হাজার ৮৬৬ জন রোগী মারা গেছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।