প্রথিতযশা বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা। আজ শনিবার এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।
শোক বার্তায় রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা জানান, বরেণ্য সাংবাদিক কামাল লোহানী দেশের একজন অসামপ্রদায়িক চেতনার বাতিঘর ছিলেন। দেশ সং¯কৃতিমনা গুণীজনকে হারালো। তাঁর মুত্যৃতে রাজশাহী জেলা আওয়ামী লীগ গভীর শোকাহত।