কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভূয়া ডিবি পুলিশ পরিচয় দেয়া এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটককৃত যুবক রুবেল মিয়া !সে ফুলবাড়ি উপজেলার কুটি চন্দ্রখানা এলাকার আবুল কাশেম এর পুত্র বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সোমবার (২২ জুন) বিকাল ৫টার দিকে নাগেশ্বরী পৌরসভার আশার মোড় এলাকায় ওই যুবক ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করছিল।
পরে খবর পেয়ে নাগেশ্বরী থানার এসআই মাসুদ রানা ও তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।