কুড়িগ্রাম সদর উপজেলার ত্রিমোহনী বাজার এলাকায় একটি কাভার্ডভ্যানের চাপায় শাহ আলম নামের ব্যাটারিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন, ওই অটো রিক্সার যাত্রী আরও চারজন।
আজ মঙ্গলবার (৭ জুলাই) সকালে কুড়িগ্রাম-রংপুর মহা সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই একই পরিবারের সদস্য। আহতরা হলেন, আয়েশা বেগম (৫০), তার ছেলে আতিকুর রহমান বুলেট (৩০), পুত্রবধূ নাসিমা রহমান লিলি (২৭) ও নাতনি নুপুর (৪)। আহতদের সকলকে মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, সকালে কাঠাঁলবাড়ী থেকে কুড়িগ্রাম শহরমুখী একটি অটোরিকশাকে রংপুরগামী একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে চালক ও একই পরিবারের চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশাচালক শাহ আলম (৪০ ) এর মৃত্যু হয়।
শাহ আলম কাঁঠালবাড়ী ইউনিয়নের তালুক কালোয়া গ্রামের ঘোপাটারি এলাকার নুরুল ইসলাম সরকারের পুত্র। যাত্রীরা সকালে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে ঢাকা যাবার উদ্দেশে অটোরিকশা যোগে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে আসছিলেন।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রেদওয়ান ফেরদৌস সজিব জানান, সড়ক দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শাহ আলমের মৃত্যু হয়। এক শিশু ও দুই নারীসহ চারজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।