কৃষি মন্ত্রণালয় এবং এর অধীনস্ত দপ্তর ও সংস্থা সমূহের বিভিন্ন নাগরিক সেবা জনগনণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে ১৫ মার্চ ২০২৩ তারিখে ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্ম সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক। এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, বিভিন্ন দপ্তরের প্রধান গন এবং মন্ত্রনালয়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
কৃষিখাতকে আরও সমৃদ্ধ করতে তথা ডিজিটালাইজেশনে ভুমিকা রাখতে কৃষি সেবাকে সহজীকরণ, প্রান্তিক মানুষের সেবাগুলোকে মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে কৃষি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্ম এ মোট ১০ টি সফটওয়্যার কম্পোনেন্ট রয়েছে যার মাধ্যমে ৪৫ টি সেবা ডিজিটালাইজ করা হয়েছে, যা থেকে কৃষি কাজের সাথে সংশ্লিষ্ট ২ কোটিরও অধিক জনগণ সরাসরি এর সুবিধা ভোগ করবেন।
উল্লেখযোগ্য সেবাগুলো হলো – বীজ ডিলার নিবন্ধন ও নবায়ন, চাষীদের প্রণোদনা, ভর্তুকি ও পুনর্বাসন প্রদান , ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের দানাদার শস্য গুদামজাতকরণ সুবিধা প্রদান, ফসলের বীজ রপ্তানি অনুমোদন, সার আমদানি, বরাদ্দ ও বিতরণ, সার ডিলার নিয়োগ আবেদন, সেচ স্কীম সেবা, নলকূপ স্থাপনের লাইসেন্স, সার ও সার জাতীয় দ্রব্যের আমদানী নিবন্ধন, কৃষি বিপণন লাইসেন্স, কৃষি বিষয়ক গবেষণা কার্যক্রম ।
এই সফটওয়্যার এর মাধ্যমে সরাসরি কৃষক যেমন উপকার পাবেন তেমনি কৃষি খাতের সাথে সংশ্লিষ্ট সকলেই এর সুবিধা ভোগ করবেন । কৃষি সেবা প্রদান এর এই অনলাইন প্ল্যাটফর্ম এর কারিগড়ি সহায়তায় ছিল দেশের স্বনামধন্য সফটওয়ার নির্মাতা প্রতিষ্ঠান সিনটেক সল্যুশন লিমিটেড ।