পত্নীতলা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিকেলে উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি/ সরকারী কর্মকর্তাগণের সমন্বয়ে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনা বিষয়ে এক মতবিনিময় সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রনালয় ঢাকার ভূমি সংস্কার বোর্ড এর চেয়ারম্যান (সচিব) মোঃ ইয়াকুব আলী পাটোয়ারী।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি সংস্কার বোর্ড ঢাকার সহকারী ভূমি সংস্কার কমিশনার (উপ-সচিব) মোঃ রেজাউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নওগাঁর মোঃ ইব্রাহীম হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ্, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী, আরএমও ডাঃ দেবাশীষ রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সোয়েব খাঁন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও পতœীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পত্নীতলার সানজিদা সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পত্নীতলা থানার ইন্সপেক্টর (তদন্ত) হাবিবুর রহমান, এল.জি.ইডি প্রকৌশলী সৈকত দাস, সমাজসেবা কর্মকর্তা সুলতান আহম্মেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের মনোরঞ্জন পাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান সহ অন্যান্য কর্মকর্তা, চেয়ারম্যানগণ, সাংবাদিকবৃন্দ, সুধীজন প্রমূখ।