সুন্দরবনের অভ্যন্তরে যে কোন ধরনের অপরাধ সংঘটন প্রতিহত করতে এবং সুন্দরবনের জীববৈচিত্র রক্ষার জন্য খুলনা জেলা পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ বিপিএম এঁর সার্বিক নির্দেশনায় খুলনা দক্ষীণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ আজ সোমবার কয়রা থানার পুলিশ সদস্যদের নিয়ে সুন্দরবনের অভ্যন্তরে বিশেষ অভিযান পরিচালনা করেন।
সুন্দরবনের গহীন অরণ্যে জেলা পুলিশের সদস্যরা দিনভর অভিযান পরিচালনা করেন। প্রতিকূল আবহাওয়া এবং শ্বাপদসংকুল পরিবেশ থাকা সত্বেও অভিযানে অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা সুন্দরবনের বিভিন্ন অংশে হেটে হেটে টহল প্রদান করেন।
অভিযান শেষে অতিরিক্ত পুলিশ সুপার(দক্ষিণ) জিএম আবুল কালাম আজাদ সংবাদিকদের বিফ্রিং প্রদানকালে জানান, খুলনা জেলা পুলিশ সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর, সুন্দরবন কেন্দ্রীক যেকোন অপতৎপরা রুখে দিতে ভবিষ্যতেও খুলনা জেলা পুলিশের এ ধরনের অভিযানে অব্যাহত থাকবে।