মেহেরপুরের গাংনীতে বীজ ও চারা বিতরন এবং কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে গাংনীর জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার একএম শাহাবুদ্দীন। কৃষি সম্প্রাসরণ আয়োজিত অনুষ্ঠানে কৃষি ভিত্তিক ১০ টি স্টল সাজানো হয়েছে।