ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

গাইবান্ধায় ভূয়া শিল্পমন্ত্রী নাছির আটক

গাইবান্ধায় নিজেকে শিল্পমন্ত্রীর নাম পরিচয় ব্যবহার করে অর্থ আদায়ের দায়ে নাছির উদ্দিন (২৮) নামে এক ভূয়া শিল্পমন্ত্রীকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত প্রতারক গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব বৈদ্যনাথ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

এবিষয়ে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে দুপুরে এক সংবাদ সম্মেলন পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এ সংবাদ সম্মেলন জেলা পুলশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, আটককৃত নাছির উদ্দিন দীর্ঘ দিন হতে নিজেকে কখনো শিল্পমন্ত্রী, কখনো রাষ্ট্রের বিভিন্ন দপ্তরের বড় কর্মকর্তার পরিচয় দিয়ে বিভিন্ন অফিসে ফোন করিয়া তদবীরসহ অর্থ আদায় করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ৩মার্চ দুপুর ২.২০ মিনিটে নাছিরের নিজস্ব মোবাইল নম্বর ০১৭১১৫১৮৫০১ হইতে গাইবান্ধা পুলিশ সুপারের ব্যক্তিগত মোবাইল নম্বর ০১৭১৮৭২৭৫৩১ তে ফোন করে নিজেকে শিল্পমন্ত্রীর পরিচয় দিয়ে এস আই আঃ ওয়াহেদের বদলী স্থগিত করতে নির্দেশ দেন।

এরপর গত ৭জুন দুপুর ২.৩৫ মিনিটে একই নম্বর হতে রংপুর রেঞ্জের ডিআইজির সরকারী টিএনটি ০৫২১৬৮১০১ নাম্বারে ফোন করে শিল্পমন্ত্রীর পরিচয় দিয়ে তদবীর করার চেষ্টা করে। এরপর রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজির সরকারী মোবাইল নম্বর ০১৭১৩৩৭৪৬৪১ তে ফোন দিয়ে একই ভাবে শিল্পমন্ত্রীর পরিচয় দিয়ে পুলিশ সদস্যের বদলীসহ নানা তদবীরের বিষয়ে হুমকি ও ভয়ভীতি দেয়। তদবীরের বিষয়টি সুন্দরগঞ্জ উপজেলার হওয়ায় অতিরিক্ত ডিআইজি গাইবান্ধার পুলিশ সুপারের সাথে আলোচনা করেন। গাইবান্ধার পুলিশ সুপার বিষয়টি সন্দেহ পরবশ হওয়ায় ডিআইজি নিকট মোবাইল নম্বরটি নিয়ে দেখেন একই নম্বর। তখন উক্ত নম্বরের কল লিষ্ট সংগ্রহ ও নেটের গোপন তথ্যের ভিত্তিতে জানাযায় উক্ত নম্বরটি সুন্দরগঞ্জের নাছির উদ্দিন ব্যবহার করছে।

তিনি আরো বলেন সে এই নম্বর ব্যবহার করে বিভিন্ন অফিসে চাকরী,বদলীসহ নানা অপকর্ম করছে। সে একজন পেশাদার প্রতারক বলে জানাযায়। এছাড়াও নাছির গত ২৫ মে বিগ্রেডিয়ার জাহিদের ফোনে মির্জা জলিলের পরিচয় দেন।৪ জুন কুড়িগ্রামের ডিসির ফোনে শিল্পমন্ত্রীর পরিচয়ে নিয়োগের তদবীর কথা বলে। ১১মে বিজিবি হেডকোয়াটার কর্ণেল মাহফুজের ফোনে কথা বলে।১৭মে যমুনা ব্যাংকের এমডি ইলিয়াসের ফোনে তদবীর করার ব্যাপারে কথা বলে।

৪ জুন দিনাজপুরের পুলিশ সুপারের ফোনে জনৈক এএসআই এর বদলীর ব্যাপারে তদবীর করে। ১ মে ঢাকা ক্যান্টনমেন্ট ডিজি মেডিকেল সার্ভিসের ফোনে কল দিয়ে মির্জা জলিলের পরিচয়ে তদবীর করে। এছাড়াও বিভিন্ন অফিসে বিভিন্ন পরিচয়ে প্রতারনা করে অর্থ হাতিয়ে নেয়। মজার ব্যাপার হলো নাছির প্রতারক ব্যবহৃত নম্বরটি ৩০০০ টাকা দিয়ে ঢাকার এক রিকসাওয়ালার নিকট থেকে সিমটি নিয়েছে।

ভূয়া নাম পরিচয়ে অর্থ হাতিয়ে নেওয়া ও প্রতারনা করার দায়ে জেলা ডিবি পুলিশ নাছিরকে আটক করেন।তার নামে সুন্দরগঞ্জ থানায় প্রতারনা, অর্থ আতœসাৎ ও ভূয়া নাম পরিচয়ের দায়ে বিভিন্ন মামলা দায়ের হয়েছে।

এবিষয়ে গাইবান্ধা পুলিশ সুপার বলেন- প্রতারক নাছির দীর্ঘ দিন থেকে প্রতারনা করে আসছে। তার নামে প্রতারনা সহ বিভিন্ন মামলা হয়েছে। অরিচিত নম্বরে কেউ ফোন করলে তা সন্দেহ হলে অবশ্যই আমাদেরকে জানাবেন। এসংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, এএসপি হেডকোয়াটার আবু খায়ের,এএসপি (এ সার্কেল) আব্দুল আউয়াল, এএসপি (বি সার্কেল) ময়নুল হক, সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার,টিআই এডমিন নুর আলম সিদ্দিক।

ট্যাগস :

আপনার মন্তব্য

আপলোডকারীর তথ্য

গাইবান্ধায় ভূয়া শিল্পমন্ত্রী নাছির আটক

আপডেট সময় : ০৫:১৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০

গাইবান্ধায় নিজেকে শিল্পমন্ত্রীর নাম পরিচয় ব্যবহার করে অর্থ আদায়ের দায়ে নাছির উদ্দিন (২৮) নামে এক ভূয়া শিল্পমন্ত্রীকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত প্রতারক গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব বৈদ্যনাথ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

এবিষয়ে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে দুপুরে এক সংবাদ সম্মেলন পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এ সংবাদ সম্মেলন জেলা পুলশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, আটককৃত নাছির উদ্দিন দীর্ঘ দিন হতে নিজেকে কখনো শিল্পমন্ত্রী, কখনো রাষ্ট্রের বিভিন্ন দপ্তরের বড় কর্মকর্তার পরিচয় দিয়ে বিভিন্ন অফিসে ফোন করিয়া তদবীরসহ অর্থ আদায় করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ৩মার্চ দুপুর ২.২০ মিনিটে নাছিরের নিজস্ব মোবাইল নম্বর ০১৭১১৫১৮৫০১ হইতে গাইবান্ধা পুলিশ সুপারের ব্যক্তিগত মোবাইল নম্বর ০১৭১৮৭২৭৫৩১ তে ফোন করে নিজেকে শিল্পমন্ত্রীর পরিচয় দিয়ে এস আই আঃ ওয়াহেদের বদলী স্থগিত করতে নির্দেশ দেন।

এরপর গত ৭জুন দুপুর ২.৩৫ মিনিটে একই নম্বর হতে রংপুর রেঞ্জের ডিআইজির সরকারী টিএনটি ০৫২১৬৮১০১ নাম্বারে ফোন করে শিল্পমন্ত্রীর পরিচয় দিয়ে তদবীর করার চেষ্টা করে। এরপর রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজির সরকারী মোবাইল নম্বর ০১৭১৩৩৭৪৬৪১ তে ফোন দিয়ে একই ভাবে শিল্পমন্ত্রীর পরিচয় দিয়ে পুলিশ সদস্যের বদলীসহ নানা তদবীরের বিষয়ে হুমকি ও ভয়ভীতি দেয়। তদবীরের বিষয়টি সুন্দরগঞ্জ উপজেলার হওয়ায় অতিরিক্ত ডিআইজি গাইবান্ধার পুলিশ সুপারের সাথে আলোচনা করেন। গাইবান্ধার পুলিশ সুপার বিষয়টি সন্দেহ পরবশ হওয়ায় ডিআইজি নিকট মোবাইল নম্বরটি নিয়ে দেখেন একই নম্বর। তখন উক্ত নম্বরের কল লিষ্ট সংগ্রহ ও নেটের গোপন তথ্যের ভিত্তিতে জানাযায় উক্ত নম্বরটি সুন্দরগঞ্জের নাছির উদ্দিন ব্যবহার করছে।

তিনি আরো বলেন সে এই নম্বর ব্যবহার করে বিভিন্ন অফিসে চাকরী,বদলীসহ নানা অপকর্ম করছে। সে একজন পেশাদার প্রতারক বলে জানাযায়। এছাড়াও নাছির গত ২৫ মে বিগ্রেডিয়ার জাহিদের ফোনে মির্জা জলিলের পরিচয় দেন।৪ জুন কুড়িগ্রামের ডিসির ফোনে শিল্পমন্ত্রীর পরিচয়ে নিয়োগের তদবীর কথা বলে। ১১মে বিজিবি হেডকোয়াটার কর্ণেল মাহফুজের ফোনে কথা বলে।১৭মে যমুনা ব্যাংকের এমডি ইলিয়াসের ফোনে তদবীর করার ব্যাপারে কথা বলে।

৪ জুন দিনাজপুরের পুলিশ সুপারের ফোনে জনৈক এএসআই এর বদলীর ব্যাপারে তদবীর করে। ১ মে ঢাকা ক্যান্টনমেন্ট ডিজি মেডিকেল সার্ভিসের ফোনে কল দিয়ে মির্জা জলিলের পরিচয়ে তদবীর করে। এছাড়াও বিভিন্ন অফিসে বিভিন্ন পরিচয়ে প্রতারনা করে অর্থ হাতিয়ে নেয়। মজার ব্যাপার হলো নাছির প্রতারক ব্যবহৃত নম্বরটি ৩০০০ টাকা দিয়ে ঢাকার এক রিকসাওয়ালার নিকট থেকে সিমটি নিয়েছে।

ভূয়া নাম পরিচয়ে অর্থ হাতিয়ে নেওয়া ও প্রতারনা করার দায়ে জেলা ডিবি পুলিশ নাছিরকে আটক করেন।তার নামে সুন্দরগঞ্জ থানায় প্রতারনা, অর্থ আতœসাৎ ও ভূয়া নাম পরিচয়ের দায়ে বিভিন্ন মামলা দায়ের হয়েছে।

এবিষয়ে গাইবান্ধা পুলিশ সুপার বলেন- প্রতারক নাছির দীর্ঘ দিন থেকে প্রতারনা করে আসছে। তার নামে প্রতারনা সহ বিভিন্ন মামলা হয়েছে। অরিচিত নম্বরে কেউ ফোন করলে তা সন্দেহ হলে অবশ্যই আমাদেরকে জানাবেন। এসংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, এএসপি হেডকোয়াটার আবু খায়ের,এএসপি (এ সার্কেল) আব্দুল আউয়াল, এএসপি (বি সার্কেল) ময়নুল হক, সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার,টিআই এডমিন নুর আলম সিদ্দিক।