রাজশাহীর গোদাগাড়ীতে মৎস্য সিআইজি চাষীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলা মৎস্য দপ্তরে উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে। আনুষ্ঠানিকভাবে মৎস্য উপকরণ তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামসুল করিম,সহকারি মৎস্য কর্মকর্তা নাইমুল হক প্রমূখ।
ন্যাশনাল এগ্রিকালচারাল প্রোগ্রাম (এনএটিপি) ফেজ -২ প্রকল্পের আওতায় উপজেলা ৫টি সিআইজি’র সমবায় সমিতির মধ্যে ১একটি ইজি বাইক,২টি এরেটর(ভ্যান) ১টি নসিমুন ও ১টি পিকআপ গাড়ী পুকুরের জন্য মাছের খাবার, পোনা ও সাইনবোর্ড বিতরণ করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামসুল করিম বলেন,উপজেলায় মাছের উৎপাদন বৃদ্ধি অব্যাহত রাখতে সিআইজি চাষীদের উপকরণ বিতরণ মানুষের পুষ্টির চাহিদা পুরণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে যথেষ্ট ভূমিকা রাখবে। করোনা মোকাবেলায় আমিষ গ্রহন করে সবাইকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো দরকার।