ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

সাড়ে চার বৎসর অতিবাহিত হলেও খোঁজ মেলেনি অজ্ঞাত লাশের

নারায়ণগঞ্জ জেলা সিআইডি জানায় গত ২৫’মে ২০১৬ইং তারিখ পৌনে ২’টায় ঘটিকায় সোনারগাঁ থানার চেঙ্গাকান্দি সাকিনের এটিএম আমিরুল ইসলাম প্রকল্পের বালুর মাঠের ভিতর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পূর্বপাশে টিনসেট ওয়ালকরা বন্ধ অফিসের বারান্দায় অনুমান ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা একজন পুরুষের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত ব্যক্তির মাথার চুল পাকা, মুখমন্ডল গোলাকার, দাড়ি ছোট এবং পরণে মকমলের খয়েরী রংয়ের ফুলহাতা জ্যাকেট, হলুদ লালচে রংয়ের ফুল হাতা চেক শাট ও নিল রংয়ের চেক লুঙ্গি ছিল। এ সংক্রান্তে সোনারগাঁ থানার মামলা নং-০৮ তাং-০৪/০৭/২০১৬ খ্রিঃ ধারা-৩০২/২০১ পেনাল কোড সিআইডি’তে এসআই মোঃ নুরুল ইসলাম এর নিকট তদন্তাধীন আছে।

তিনি জানান যে, অজ্ঞাত লাশের পরিচয় উদ্ঘাটনের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে। এই সংক্রান্তে কোন তথ্য কেউ জেনে থাকলে তা তদন্তকারী কর্মকর্তার নিকট জানানোর জন্য অনুরোধ রহিল।

ট্যাগস :

আপনার মন্তব্য

আপলোডকারীর তথ্য

সাড়ে চার বৎসর অতিবাহিত হলেও খোঁজ মেলেনি অজ্ঞাত লাশের

আপডেট সময় : ০৭:৩০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০

নারায়ণগঞ্জ জেলা সিআইডি জানায় গত ২৫’মে ২০১৬ইং তারিখ পৌনে ২’টায় ঘটিকায় সোনারগাঁ থানার চেঙ্গাকান্দি সাকিনের এটিএম আমিরুল ইসলাম প্রকল্পের বালুর মাঠের ভিতর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পূর্বপাশে টিনসেট ওয়ালকরা বন্ধ অফিসের বারান্দায় অনুমান ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা একজন পুরুষের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত ব্যক্তির মাথার চুল পাকা, মুখমন্ডল গোলাকার, দাড়ি ছোট এবং পরণে মকমলের খয়েরী রংয়ের ফুলহাতা জ্যাকেট, হলুদ লালচে রংয়ের ফুল হাতা চেক শাট ও নিল রংয়ের চেক লুঙ্গি ছিল। এ সংক্রান্তে সোনারগাঁ থানার মামলা নং-০৮ তাং-০৪/০৭/২০১৬ খ্রিঃ ধারা-৩০২/২০১ পেনাল কোড সিআইডি’তে এসআই মোঃ নুরুল ইসলাম এর নিকট তদন্তাধীন আছে।

তিনি জানান যে, অজ্ঞাত লাশের পরিচয় উদ্ঘাটনের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে। এই সংক্রান্তে কোন তথ্য কেউ জেনে থাকলে তা তদন্তকারী কর্মকর্তার নিকট জানানোর জন্য অনুরোধ রহিল।