রাজশাহীর গোদাগাড়ীতে ব্যাংক থেকে লোন নিয়ে ছোট পরিসরে স,মিল শুরুর আগেই প্রলয়ংকারী ঘুর্ণিঝড়ে স্বপ্ন কেড়ে নিল সাদিকুলের। ঘূর্ণিঝড় আম্পানের সব শেষ হয়ে গেছে। আনসার ভিডিপি ব্যাংক থেকে এক লক্ষ টাকা লোন নিয়ে ছোট পরিসরে টিন শেডের গোদাগাড়ী-আমনুরা সড়কের পাশে স,মিল শুরুর আগেই শেষ হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছি, পথে বসে গেছি।
কথাগুলো বলছিলেন গোদাগাড়ীর ফাজিল পুর গ্রামের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সাদিকুল ইসলাম। সরেজমিনে দেখা যায়, ঘূর্ণিঝড়ের আঘাতে সর্বশান্ত করেছে টিনশেডের ঘরটি ভেঙে গেছে আবার উপড়ে দুমড়েমুচড়ে গেছে।ব্যবসায়ী সাদিকুল ইসলাম বলেন,ব্যবসা করার জন্য ব্যাংক থেকে লোন করে স,মিল ব্যবসা শুরুর আগেই ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে দোকানটি ব্যবক ক্ষতি হয়ে গেছে। আর এতে করে আমার ব্যাংক লোন শোধ করার ক্ষমতা নেই।
সরকারের কাছে সাহায্য পেলে ব্যবসাটি আবার শুরু করতে পারব। গোদাগাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির বলেন, ঘূর্ণিঝড় আম্পানের ক্ষতিগ্রস্থ বাড়ি ঘরের তালিকা পাঠানো হয়েছে।