করোনা মহামারীর মধ্যেই চিকিৎসা সামগ্রী ক্রয়ে অনিয়মের অভিযোগে জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়া মোয়োকে গ্রেফতার করা হয়েছে। ওষুধ, সুরক্ষা উপকরণসহ ৬ কোটি ডলার মূল্যের চিকিৎসা সামগ্রী ক্রয়ে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে দেশটির পুলিশ। খবর রয়টার্স’র।
গতকাল শুক্রবার তাকে গ্রেফতার করা হলেও আজ শনিবার তাকে দেশটির রাজধানী হারারের একটি আদালতে হাজির করা হয়। কয়েকদিন আগে ডেলিস এনগুওয়ায়া নামের এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়। ঐ ব্যক্তির প্রতিষ্ঠানকে চিকিৎসা সরঞ্জাম সরবরাহের কাজ পাইয়ে দিতে মোয়ো দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।
এর মধ্যে দেশটির প্রেসিডেন্ট এমারসন এমনানগাওয়া পরে চিকিৎসা সামগ্রী ক্রয়ের সেই চুক্তিটি বাতিল করেছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমে দাবি খবর প্রকাশ হয়। উল্লেখ্য, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এ পর্যন্ত জিম্বাবুয়েতে ৪ জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন ৫০০ জন।