চুয়াডাঙ্গার দামুড়হুদায় পাওয়ার ট্রলির চাকায় পিষ্ট হয়ে চালক আব্দুল মালেক (৫০) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার বারাদি কামারপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক একই উপজেলার দর্শনা সড়াবাড়িয়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে আব্দুল মালেক তার পাওয়ার ট্রলি চালিয়ে দামুড়হুদা উপজেলার বারাদী এলাকা থেকে শিয়ালমারীর দিকে যাচ্ছিলেন। এসময় কামারপাড়া এলাকায় পৌঁছালে ট্রলির একটি চাকা বিষ্ফোরণ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি থেকে ছিটকে পড়ে পিছনের চাকায় পিষ্ট হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান ট্রলি চালক আব্দুল মালেক। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।