চুয়াডাঙ্গা জেলায় প্রধানমন্ত্রীর দেয়া ননএমপিও ৪৬৫ জন শিক্ষক ও কর্মচারীকে অনুদান বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুদান বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, মহামারী করোনা কারণে প্রধানমন্ত্রী ননএমপিও শিক্ষক ও কর্মচারীদের জন্য অনুদানের টাকা প্রদান করেছেন। চুয়াডাঙ্গায় প্রতি শিক্ষক ৫ হাজার ও কর্মচারীরা ২ হাজার ৫০০ টাকা করে অনুদানের টাকা পাবেন। বিকাশের মাধ্যমে এ টাকা বিতরণ করা হবে।