বগুড়ার নন্দীগ্রামে ছাগলে কাঠাল গাছ খাওয়াকে কেন্দ্র করে দু’দল প্রতিবেশির মধ্য মারপিটের ঘটনায় দু’জন আহত হয়েছে। সোমবার (২২) জুন সকাল অনুমানিক ৯টার দিকে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২২) জুন সকালে উপজেলার দারিয়াপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে আনোয়ার হোসেনের ছাগল প্রতিবেশি আতিকুর রহমান ও আব্দুল মোমিনের আম ও কাঁঠালের গাছ খেয়ে নষ্ট করে। এ কারণে আতিকুর রহমানের স্ত্রী পারুল বেগম ও আব্দুল মোমিনের স্ত্রী আশা বেগম ওই ছাগলকে মেরে তাড়িয়ে দেয়। এনিয়ে দু’দল প্রতিবেশির মধ্য উত্তেজনা সৃষ্টি হয়।
পরে এ ঘটনার জেরধরে আনোয়ার হোসেন এবং তার স্ত্রী হাফিজা বেগম ও মাতা আঙ্গুরী বেগম ক্ষিপ্ত হয়ে পারুল বেগম ও আশা বেগমকে বেদম মারপিট করে। এতে পারুল ও আশা আহত হয়।
থানার উপ-পরির্দশক(এসআই) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।