শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭ তম জন্ম বার্ষিকী উপলক্ষে মাগুরা জেলা ছাত্রদল বৃহস্পতিবার বিকেলে ইসলামপুরপাড়া জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। জেলা ছাত্রদলের এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আহসান হাবীব কিশোর।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ, মাগুরা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সদ্য কারা মুক্ত সৈয়দ রফিকুল ইসলাম তুষার, সদর উপজেলা বিএনপির সভাপতি কুতুব উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক মাসুদ খান কিজিল, জেলা বিএনপি, যুবদল, কৃষকদল, শ্রমিক দল,স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে জেলা বাএনপি সকালে দিবসটি পালন উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করেন। জেলা কৃষকদল দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে।