ঝিনাইদহ জেলার শিল্পী সাংস্কৃতিক কর্মীদের মাঝে মঙ্গলবার দুপুর ১২ টায় সাংস্কৃতিক মন্ত্রানালয় থেকে প্রাপ্ত অর্থ ৭৫ জন কর্মীর মাঝে ৫০০০ টাকা করে বিতরণ করা হয়। অর্থ বিতরণ করেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
এসময় শিল্পকলা একাডেমীর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। টাকা পেয়ে ভাষা সৈনিক ও সাংস্কৃতিক কর্মী নন্দদুলাল সাহা জানান, দেশের এই ক্রান্তিকালে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুদান পেয়ে খুবই উপকৃত হয়েছি।