কাঁচাবাজারে আগের চেয়ে উত্তাপ বেড়েছে। আলুর দাম কেজি প্রতি ৩০ টাকা, পেয়াজের দাম কেজি প্রতি ৩৫ টাকা, মাছের দাম কেজি প্রতি ৫০ টাকা, মুরগির কেজি প্রতি ২০ টাকা, সকল সবজির কেজি প্রতি ৫০ টাকা। পটল ৫০ টাকা, বেগুন ৬০ টাকা, টমেটো ৭০ টাকা, চিচিঙ্গা ৭০টাকা, ঢেঁড়স ৫০টাকা, পেপে ৫০ টাকা, গাজর ৮০ টাকা, কাঁচা মরিচ ৮০টাকা দরে বিক্রি হচ্ছে।
তেলাপিয়া ১৪০ টাকা; রুই, কাতল, মৃগেল ৩০০ টাকা; হাইব্রিড কই ২৪০; ছোট ইলিশ ৫০০ টাকা; টেংরা ৫০০ টাকা; পাবদা ৪০০ টাকা, পাঙাশ ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। করোনার এসময় আর্থিক টানাপোড়নে মানুষের নাভিশ্বাস উঠছে কাঁচাবাজারে। টানা বৃষ্টির কারণে সরবরাহ কম হওয়া ও ফসলাদি নষ্ট হয়ে যাওয়ার কারণে মূল্য বাড়তি হয়েছে বলে মনে করেন ব্যাবসায়ীরা। গরু-খাসির মাংসের দাম কেজি প্রতি ৪০ টাকা করে বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া খারাপ থাকায় মাছের ট্রাক না আসায় মাছের মূল্য বৃদ্ধি পেয়েছে। চালের মূল্য কেজিতে ২-৫ টাকা বেড়েছে বলে জানিয়েছেন ক্রেতাগণ।