ঝিনাইদহের হাটবাজারে কাঁচাঝাল ১৬০ টাকা, চাউল মোটা স্বর্ণ চাউল ৪০ টাকা, আলো চাউল, সুবর্ণলতা ৪৫ টাকা, আঠাশ চাউল ৪৮ টাকা, মিনিকেট ৫২ টাকা, বাসমতি ৫৫ টাকা, মুড়ির চাউল ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ব্যাবসায়ীগন জানিয়েছে বাজারে পর্যাপ্ত পরিমাণে চাউল রয়েছে। এক শ্রেণির মিল মালিক কালোবাজারি সিন্ডিকেট করে চাউলের মূল্য বৃদ্ধি করছে বলে জানা গেছে। সাধারণ ক্রেতাগণ বাজার মনিটরিং মাধ্যমে ব্যাবস্থা গ্রহণের দাবী জানিয়েছে।