ইংল্যান্ড সিরিজের দুর্দান্ত পারফরম্যান্সে টি-টোয়েন্টি ব্যাটার র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এক লাফে ৬৮ ধাপ এগিয়ে ১৬ নম্বরে এই টাইগার ব্যাটার। এই ফরম্যাটে বাংলাদেশিদের সেরা অবস্থান এটি।
আর এর মধ্যে দিয়ে শান্ত নিঃশ্বাস ফেলছেন বিরাট কোহলির ঘাড়ে, ভারতীয় এই সুপারস্টার আছেন ব্যাট হাতে সেরাদের তালিকায় ১৫তম স্থানে।
ইংল্যান্ডের বিপক্ষে এমন চোখ ধাঁধাঁনো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তিনি। এক ফিফটির সাথে দুটি চল্লিশের ঘরে রান শান্তর। সর্বোচ্চ ১৪৪ রান নিয়ে হয়েছেন সিরিজ সেরা। ইংলিশদের হোয়াইটওয়াশে বড় অবদান তার। এই পারফরম্যান্সে র্যাঙ্কিংয়েও দেশসেরা অবস্থানে পৌঁছে গেছেন।
এদিকে বাংলাদেশের অন্য ব্যাটারদের মধ্যে উন্নতি করেছেন কেবল লিটন দাস। শেষ ম্যাচে ফিফটি হাঁকিয়ে ৯ ধাপ এগিয়েছেন তিনি। ৫৬৬ রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছেন ২২ নম্বরে।
এছাড়া সিরিজে মাত্র ১ উইকেট নিলেও বোলার র্যাঙ্কিংয়ে মুস্তাফিজের উন্নতি হয়েছে ১৬ ধাপ, আছেন ২০ নম্বরে। অন্যদিকে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ৬ উইকেট নিয়ে সাকিব আল হাসান এগিয়েছেন ৯ ধাপ। টাইগার অধিনায়কের অবস্থান ২৪ নম্বরে।