ঠাকুরগাঁও সদরে গত ২৪ ঘন্টায় আরও ২ জন করোনা রোগী সনাক্ত হয়েছে । এ নিয়ে জেলায় ২২৭ জন করোনা রোগী সনাক্ত হয়েছে । এদের মধ্যে ১ জনের বাড়ি ছিট চিলারং ও অন্য জনের বাড়ি মুসলিম নগরে ।
এখন পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলায় ৭৬ জন ,বালিয়াডাঙ্গী উপজেলায় ৫৪ জন,হরিপুর উপজেলায় ৩৮ জন, পীরগঞ্জ উপজেলায় ৩১ জন , রাণীশংকৈল উপজেলায় ২৮ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। সোমবার (৬ই জুলাই ) রাতে ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: সুব্রত সেন জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন ২ জন করোনা রোগী সনাক্ত হয়েছে । এখন পর্যন্ত ঠাকুরগাঁও জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছে ১৬০ জন ।