নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার জোবেদা খাতুন হেলথ কেয়ার (জেকেজি) গ্রুপের চেয়ারম্যান ডা. সাবরীনা আরিফের মামলা তদন্তভার ডিবিতে হস্তান্তর করা হয়েছে। ডা. সাবরীনাকে সেখানে জ্ঞিাসাবাদ করা হচ্ছে।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া এ তথ্য জানিয়েছেন।
সালাহউদ্দিন মিয়া বলেন, ‘ডা. সাবরীনাকে (গতকাল) সোমবার রাতেই ডিবিতে হস্তান্তর করা হয়েছে। তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন। প্রতারণার ঘটনায় দায়ের হওয়া ওই মামলাও ডিবিতে হস্তান্তর করা হয়েছে।
ডিবির তেজগাঁও ডিভিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ডা. সাবরীনাকে জ্ঞিাসাবাদ করা হচ্ছে। করোনার ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণার ঘটনার সঙ্গে অন্যান্য প্রতিষ্ঠানের আর কেউ জড়িত কি না, তাও দেখা হচ্ছে। মোট কথা হচ্ছে, তিনদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই সময়ের ভেতরে সবকিছুর বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।এর আগে গতকাল ডা. সাবরীনার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে ডা. সাবরীনার স্বামী জিকেজির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফ চৌধুরীসহ ছয়জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
এর আগে গত রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘করোনার নমুনা পরীক্ষা না করে রিপোর্ট দেওয়ার অভিযোগে ডা. সাবরীনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে জেকেজি নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে করোনা রিপোর্ট নিয়ে প্রতারণার অভিযোগ ওঠে। আমরা অভিযানে নেমে ওই প্রতিষ্ঠানের কয়েকজনকে গ্রেপ্তার করি। ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. সাবরীনা আরিফ। তাঁকে আদালতে প্রেরণ করা হবে এবং রিমান্ড চাওয়া হবে।