রাজশাহীর তানোরে গরু বহনকারী ভটভটি উল্টে সেণ্টু (৪০) নামের চালক মারাত্মক আহত হয়েছেন। গতকাল বুধবার সকালের দিকে উপজেলার পাচন্দর ইউপির চিমনাগ্রামে ঘটে ঘটনাটি। স্থানীয়রা আহত চালক সেন্টুকে উদ্ধার করে অটোরিক্সায় উপজেলা হাসপাতালে নিয়ে আসলে অবস্থা বেগতিক দেখে তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান সেন্টুর বড় ভাই খাইরুল।
জানা গেছে গতকাল বুধবার সকালের দিকে উপজেলার দুবইল কয়েল হাট এলাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার হায়াতের মোড় নামক গ্রাম থেকে ভটভটি নিয়ে তিনটি গরু কিনেন খাইরুন ও তাঁর ছোট ভাই চালক সেন্টু। গরু কিনে তাঁরা দুবইল হয়ে চিমনাগ্রাম পার হতেই রাস্তার গর্তে পড়ে ভটভটিটি উল্টে পুকুরে পড়ে। সেখান কার লোকজন দেখতে পেয়ে ভটভটির নিচ থেকে অজ্ঞান অবস্থায় চালক সেন্টু ও গরু উদ্ধার করেন।
সেন্টুর বড় ভাই খাইরুল জানান গরু কিনে রাজশাহী সিটির হাটে বিক্রি করার জন্য যাচ্ছিলাম। কিন্তু পথে মধ্যেই ঘটে গেল দুর্ঘটনা। তিন গরু অক্ষত থাকলেও আমার ভাইয়ের অবস্থা খুবই খারাপ।
স্থানীয়রা জানান রাস্তার পূর্ব দিকে পুকুর রয়েছে। আর রাস্তায় বিশাল আকারের গর্তের সৃষ্টি হলেও সাংস্কার না করার জন্যই এত বড় দুর্ঘটনা ঘটে গেল। চালক সেন্টুর অবস্থা খুবই খারাপ । রাস্তার গর্তগুলো সাংস্কার না করলে আরো দুর্ঘটনার আশঙ্কা করেন ।