প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলার জন্য ও জীবন ধ্বংসকারী মাদক থেকে দূরে রাখতে রাজশাহীর তানোর পৌর এলাকার চাপড়া তরুণ সংঘে ফুটবল বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী মেয়র প্রার্থী আ”লীগ নেতা আবুল বাসার সুজন।
(আজ) মঙ্গলবার দুপুরের দিকে চাপড়া ফুটবল মাঠে তিনি তরুণ সঙ্গের খেলোয়াড়দের মাঝে ফুটবল তুলে দিয়ে বলেন, মাঠের অবস্থাও ভালো না অনেক জায়গায় গর্ত সৃষ্টি হয়ে আছে। যার কারনে খেলতে এসে খেলোয়াড়দের অনেক সমস্যা দেখেছি। এজন্য মাঠ সমতল করতে যা প্রয়োজন সেটা আমি করে দিব। তবে সেটা হয়তো একসাথে নাও হতে পারে।
আপনারা নিয়োমিত খেলাধুলা করবেন, এতে করে শারিরিক ভাবে যেমন ভালো থাকা যায়, ঠিক এই খেলার মাধ্যমেই আপনারা জীবন ধ্বংসকারী মাদক থেকে নিজেদের রক্ষা করতে পারবেন । এসময় চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ”লীগ নেতা মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি জিল্লুর রহমান, সাধারন সম্পাদক আকচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম উদ্দিন ওই ওয়ার্ডের কাউন্সিলর মুরসালিন শেখ,চাপড়াগ্রামের গণ্যমান্য ব্যাক্তি ও তরুণ সংঘের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।