রাজশাহীর তানোরে খ্রিস্টান ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব বড়দিন ২৫ ডিসেম্বর-২০২২ যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। এদিন উপজেলার ১২২টি গীর্জায় কেক কাটার মধ্যদিয়ে বড়দিন উদযাপন করা হয়। এদিকে বড়দিন উপলক্ষে স্থানীয় সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না উপজেলার বিভিন্ন গীর্জা পরিদর্শন ও খৃষ্টীয় ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। অন্যদিকে একইদিন তালন্দ ইউপির দেবীপুর কর্মকারপাড়া গীর্জায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, তালন্দ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রইস উদ্দিন বাচ্চু,সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, যুবলীগ নেতা মোখলেসুর রহমান, ওয়াহেদ আলী, ওয়ার্ড যুবলীগের সভাপতি সাফিউল ইসলামপ্রমূখ। এছাড়াও বড়দিন উপলক্ষে প্রতিটি গির্জায় এমপি ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না।
এছাড়াও উপজেলার প্রতিটি গীর্জায় কেক কাটা সংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা ভাবে উৎসব পালন করার খবর পাওয়া গেছে। দিনটিকে কেন্দ্র করে প্রতিটি গীর্জায় আলোকসজ্জা ও খ্রিস্টীয় ধর্মালম্বীর জনসাধারন নানান সাজে মেতে উঠেন।