রাজশাহীর তানোরে পানিতে ডুবে তুবা ওরফে দৃষ্টি (২৮ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তুবা কলমা ইউনিয়নের কলমা গ্রামের প্রভাষক ওবাইদুর রহমানের দ্বিতীয় কন্যা। গতকাল বুধবার বেলা ১২ টার দিকে বাড়ির পার্শের পুকুরের ধারে খেলাধুলা করতে গিয়ে পুকুরে পড়ে যায়। মেয়েকে দেখতে না পেয়ে তাঁর মা খোজাখুজি করা শুরু করেন ।
এসময় পুকুরে শিশুটির হাত ভাসমান অবস্থায় দেখতে পেয়ে সেখান থেকে তুলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নেবার পর চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। মেয়ের এমন মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েন পিতা মাতা। প্রভাষক ওবাইদুর রহমানের গ্রামের বাড়ি মুণ্ডুমালা এলাকায়। তাঁর স্ত্রী লাভলী খাতুন কলমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে চাকুরী করেন । সেই সুবাধে তাঁরা কলমাগ্রামে বসবাস করেন। বুধবার বিকেলের দিকে তুবা ওরফে দৃষ্টির বাবার বাড়ি মুণ্ডুমালায় দাফন সম্পন্ন করা হয় বলে জানা গেছে।