রাজশাহীর তানোরে পুকুরের কাঁদা মাটি পাকা রাস্তা দিয়ে বহন বা বানিজ্য কিংবা রাস্তা নষ্টের অপরাধে ভ্রাম্যমান আদালতে ১ লাখ টাকা জরিমান করা হয়েছে বলে নিশ্চিত করেন বিচারক নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ। গত বুধবার শেষ বিকেলের দিকে উপজেলার কামারগাঁ ইউনিয়ন(ইউপির) ছাঐড় গ্রামে ঘটে জরিমানা আদায়ের ঘটনাটি।
জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউনিয়ন(ইউপির) ছাঐড় গ্রামের সখিনা বেগম দিংয়ের পুরাতন সংস্কার করার জন্য ভেকু মেশিন ও হেরো ট্ট্যাক্টরের মালিক নওগাঁ জেলার গোয়ালিয়া গ্রামের উজ্জল ও রাজশাহীর মোহনপুর উপজেলার জামাল উদ্দিনকে কট্রাক দেন। তারা কট্রাক নিয়ে পুকুরের কাঁদা মাটি পাকা রাস্তায় পড়ে স্তুপ হয়ে পড়ছে। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে উজ্জল ও জামালকে আটক করে ভ্রাম্যমান আদালতে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুরাতন পুকুর সংস্কার করতে পারবেন। কিন্তু কাঁদা মাটি কোনভাবেই রাস্তায় ফেলা বা নষ্ট করা যাবে না। যারা রাস্তা নষ্ট করে মাটি বানিজ্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।