সাবেক স্বা¯’্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিম,ধর্ম প্রতিমন্ত্রী ড.মো আব্দুল্লাহ ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের পাটি অফিসের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মু-ুমালা পৌর মেয়র গোলাম রাব্বানীর সভাপতিত্বে¡ সভায় প্রধান অতিথি হিসেবে নাসিমসহ প্রয়াতদের জীবনী নিয়ে বিস্তর আলোচনা করেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের উপ¯’াপনায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এ্যাডঃ মুকবুল খাঁ গোদাগাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান বদি,গোদাগাড়ি পৌর মেয়র মনিরুজ্জামান (বাবু)।
এছাড়াও উপ¯ি’ত ছিলেন জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সাহিন, গোদাগাড়ি দেউতালা ইউনিয়নের চেয়ারম্যান আকতারুজ্জামান আকতার,তানোর থানা আওয়ামী লীগের বনও পরিবেশ বিষয়ক সম্পাদক তোফাজ্জুল ইসলাম তোফা,তানোর পৌর আওয়ামী লীগের সভাতি ইমরুল হক, মু-ুমালা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানসহ উপজেলার প্রতিটি ইউনিয়নের সভাপতি সম্পাদক ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শোকসভার শুরুতেই নাসিমসহ প্রিয় নেতাদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে দোয়া পরিচালনা করা হয়।