রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা পৌরসভার ৬নং ওয়ার্ড আ”লীগের সভাপতি প্রয়াত জহর আলীর স্বরনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ জুলাই মঙ্গলবার বিকেলের দিকে মুণ্ডুমালা বাজারস্থ দলীয় কার্যালয়ে মুণ্ডুমালা আ”লীগের কর্ণধর পৌর আ”লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুরের রহমানের আয়োজনে সভা ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত।
শোক সভায় ১নং ওয়ার্ড আ”লীগের সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে প্রয়াত নেতার স্মৃতি চারণ ও করোনাভাইরাস মোকাবেলার বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন পৌর আ”লীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ঠিকাদার সাইদুর রহমান। বিশেষ অথিতির বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ড আ”লীগ সভাপতি নজরুল ইসলাম, ১নং ওয়ার্ডের সাধারন সম্পাদক সানাম, ২নং ওয়ার্ডের সাধারন সম্পাদক আব্দুর রশিদ,৩নং ওয়ার্ডের সাধারন সম্পাদক সাদিকুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অপূর্ব, ছাত্রলীগ নেতা মমিনুল ইসলামসহ ৯ ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও প্রয়াত জহর আলীর পরিবারের লোকজন এবং বাজারের গণ্যমান্য ব্যাক্তিবর্গরা।সভা শেষে প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা এবং প্রাণঘাতী করোনাভাইরাস থেকে বিশ্ব দেশ ও জাতিকে রক্ষার জন্য বিশেষ দোয়া করেন হাফেজ সহিদুল ইসলাম।