রাজশাহীর তানোর পৌরসভার যুবলীগের সহসভাপতি অনিল কর্মকার মুসলিম পরিবারের গৃহবধুকে নিয়ে উধাও হওয়ার পর ধর্ম ত্যাগ করে বিবাহ করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। অনিল কর্মকারের বাড়ি পৌর এলাকার কালিগঞ্জ হাবিব নগর কর্মকারপাড়া গ্রামে।
সে মৃত কালিপদ কর্মকারের পুত্র। চলতি মাসের ৮ মার্চ মঙ্গলবারে ঘটে চাঞ্চল্যকর ঘটনাটি। এখবর ছড়িয়ে পড়লে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে, উঠেছে সমালোচনার ঝড়।
জানা গেছে পৌর সদর কুঠিপাড়া গ্রামের রাজ্জাকের মেয়ে টুম্পার প্রায় ১৩-১৪ বছর আগে বিয়ে হয় পাবনা জেলায়। বিবাহিত জীবনে একটি পুত্র সন্তান আছে। এঅবস্থায় হিন্দু ধর্মালম্বী কালিগঞ্জ হাবিব নগর কর্মকারপাড়া গ্রামের অনিল কর্মকারের সাথে মোবাইলে পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
এঅবস্থায় চলতি মাসের ৮ মার্চ মঙ্গলবার যুবলীগ নেতা মুসলিম পরিবারের গৃহবধূ কে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান। এরপর মুসলিম থেকে হিন্দু ধর্ম গ্রহনের পর তাদের বিয়ে হয়।
স্থানীয়রা জানান, অন্য ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করে। আর এই গৃহবধূ স্বামী সন্তান রেখে হিন্দুধর্ম গ্রহন করে বিয়ে করেছে। এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে। এখন দেখার বিষয় কত দিন টিকে সংসার। তবে এধরনের সংসার বেশিদিন টিকে না। গৃহবধূ র পিতা মাতা অসুস্থ হয়ে পড়েছেন।
কারন কিভাবে মানুষের সামনে দাড়াবে। তারা লজ্জায় বাড়ি থেকে বের হচ্ছে না, নির্বাক হয়ে পড়েছেন সন্তান। সন্তানেরও ভবিষৎ অন্ধকার। আবার অনিল তার নিজ ফেসবুক আইডিতে ছবি প্রকাশ করেন এব লিখেন আমার জীবনের পথ চলার সাথী। তবে কিছুক্ষনের মধ্যে আইডি থেকে তুলে নেয়।
অনিল কর্মকারের ০১৭২২৮৩৩৪৬২ মোবাইল নম্বরে ফোন দেওয়া হলে বন্ধ পাওয়া যায়।