রাজশাহীর তানোরে হেরোইন ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গত বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদর গোল্লাপাড়া বাজারস্থ মজসিদের সামনে থেকে মাদক বিক্রির সময় থানার এসআই হাফিজুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ১০গ্রাম হেরোইন ও ১৬পিচ ইয়াবা এবং মাদক বিক্রির ২৯ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন মিন্টু মন্ডল(৩২) সে পৌর গোল্লাপাড়া গ্রামের মৃত এন্তাজ আলীর পুত্র ।
পুলিশ সূত্রে জানা গেছে, মিন্টু মন্ডল দীর্ঘদিন ধরে একটি কোম্পানিতে সেলসম্যান বিক্রয়কর্মী হিসেবে চাকরির সুবাদে মাদকের কারবার করে আসছিলেন। সে নানা কৌশলে হেরোইন ইয়াবার চালান দেয় উপজেলা জুড়ে। তানোর থানার এসআই হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে বৃহস্পতিবার জেল হাজতে প্রেরন করা হয়েছে।