সামাজিক দুরুত্ব বজায় ও স্বাস্থ্য বিধি মেনে রাজশাহীর তানোর পৌরসভার ৯ ওয়াড়দের হত দরিদ্র পরিবারের মাঝে ত্রানের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত চাল বিতরণের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র মিজানুর রহমান মিজান। ত্রান নিতে আসা ব্যাক্তিদের উদ্দেশ্যে মেয়র মিজান বলেন আমাপানারা সামাজিক দুরুত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে চাল নিবেন। যাদের তালিকায় নাম আছে তাঁরা সবাই চাল পাবেন। কিন্তু ৬০০ ব্যাক্তিকে চাল দিতে সময় লাগবে, আপনারা ধ্রয্য হারা হবেন না।
যারা চাল নিতে এসেছেন এখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে , আপনারা সবাই হাত ধুয়ে নিবেন। এসময় প্যানেল মেয়র কাউন্সিলর শম্ভুনাথ হলদার, কাউন্সিলর আব্দুল মান্নান, আব্দুল লতিফ মণ্ডল, আব্দুল বারি, উজ্জল হোসেন, মুরসালিন শেখ, মুনসুর সোনার, তাসির উদ্দিন, হিসাব রক্ষক আব্দুস সবুর, কারযসহকারী মাহাবুর, পৌর কর্মকর্তা ওমর আলীসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।