রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার (১৪ মার্চ) থেকে ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে। গতকাল উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত ঘোষণার পর, সকাল থেকে স্বাভাবিক হয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম।
সোমবার দুপুরে শিক্ষক সমিতি, তদন্ত কমিটিসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে উপাচার্য জানান, শুরুর দিকে আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা থাকলেও পরে সেখানে বহিরাগতদের অনুপ্রবেশ ঘটে। আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হয় বলেও অভিযোগ করেন তিনি।
ঘটনা তদন্তে গঠিত পাঁচ সদস্যের কমিটির প্রতিবেদন পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপাচার্য গোলাম সাব্বির সাত্তার।
শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে অজ্ঞাতদের আসামি করে দুটি মামলা হয়েছে।
শনিবার বাস ভাড়াকে কেন্দ্র করে শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বিনোদপুর বাজার। আহত হন শতাধিক মানুষ।