দীপ্ত টিভি দ্বিতীয়বারের মত আয়োজন করেছে ‘এসএমসি মনিমিক্স প্লাস ক্ষুদে বিজ্ঞানী অ্যাওয়ার্ড-২০২৩’। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে ১৪ মার্চ, মঙ্গলবার ২০২২, সন্ধ্যা ৭টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে । অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি দীপ্ত টিভিতে সম্প্রচার করা হবে ১৭ মার্চ সন্ধ্যা ৭টা ৩০মিনিটে । অনুষ্ঠানটির নির্বাহী প্রযোজনায় আছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র এবং প্রযোজনায় আছেন মাসুদ মিয়া ।
৬টি প্রজেক্টে পুরষ্কার পেয়েছে রুদ্রনীল সেন গুপ্ত কুমিল্লা জিলা স্কুল সপ্তম শ্রেণি, মাহদী বিন ফেরদাউস নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় নাটোর দশম শ্রেণি, আর্শিয়া ইরতিজা উইলিয়াম কেরী ইন্টারন্যাশনাল স্কুল পঞ্চম শ্রেণি, হাবিবুল্লাহ সিফাত স্কয়ার হাই স্কুল অ্যান্ড কলেজ নবম শ্রেণি, মোঃ
মুশফিকুর রহমান শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ রাজশাহী দ্বাদশ শ্রেণি, আরেফিন আনোয়ার ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল দশম শ্রেণি। এছাড়া বিশেষ পুরষ্কার পেয়েছে কে এম সামীন হাসান ধুমকেতু, ঢাকা গেন্ডারিয়া মহিলা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র । দীপ্ত টিভির পক্ষ থেকে বিজয়ীদের সনদ, ক্রেস্ট ও অর্থ সম্মাননা প্রদান করা হয়েছে।
বিজয়ীদের সম্মাননা প্রদান করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থাপতি জনাব ইয়াফেস ওসমান এবং শিক্ষা উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি । অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী জাহেদুল হাসান এবং এসএমসি‘র এমডি ও সিইও জনাব তসলিম উদ্দিন খান। উদ্ভোধনী বক্তব্য দিয়েছেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য ও দীপ্ত টিভির পরিচালক ড. পারভীন হাসান।
‘এসএমসি মনিমিক্স প্লাস ক্ষুদে বিজ্ঞানী অ্যাওয়ার্ড-২০২৩’ অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ইমতু রাতিশ ও মৌসুমী মৌ। অনুষ্ঠানে দলীয় নৃত্য পরিচালনা করেছেন আসাদ খান, নৃত্য পরিবেশন করেছেন চিত্রনায়িকা দীঘি, একক গান পরিবেশন করেছেন সংগীত শিল্পী কণা। এছাড়া বাফার শিশু শিল্পীদের একটি দলীয় নৃত্য পরিবেশনা ছিল ।