ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

দীপ্ত প্লে‘‌র অরিজিনাল ফিল্ম ‘পরি’র গান রিলিজ

  • বিনোদন ডেস্কঃ
  • আপডেট সময় : ০৩:০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
  • ১৪১ বার পড়া হয়েছে

‘আমি যে ফুলটুসি, ডিমান্ড আমার বেশি..কাছে এলে দেখাবো আমি কতটা দেশি’ – সময়ের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরির ঠোঁটে এই গান ইউটিউবে আসার পরেই ছড়িয়ে গেছে শ্রোতাদের মাঝে। দীপ্ত টিভির হেড অফ ডিজিটাল মো. আবু নাসিম বলেন, “‌দীপ্ত প্লে‘‌র অরিজিনাল ফিল্ম ‘পরি’র এই আইটেম গানটির মূল শিরোনাম অবশ্য ‘এক দুই তিন’। আদ্রিজা ব্যানার্জির গাওয়া গানটিতে পূজাকে দেখা গেছে গ্ল্যামারাস পার্টি লুকে ক্লায়েন্টদের মনোরঞ্জন করতে। ‘পরি’ ফিল্মের একটি গুরুত্বপূর্ণ সময়ে গানটি দেখানো হয়। অধ্যয়ন ধারার কথা, সুর ও সঙ্গীতে গানটির চিত্রায়ন করেছেন রাজু রাজ ও বিদ্রোহী দীপন“‌।

পাচারকারীদের খপ্পড়ে পড়ে থাইল্যান্ডে আটকে আছে এক বাংলাদেশী মেয়ে। ফিরে আসতে চায় দেশে। কিন্তু চাইলেই কি ফেরা যায়? ক্রমেই তার জীবন ডুবতে থাকে অন্ধকারে। ঠিক তখনই আলোর চিহ্ন নিয়ে আসে এক সেলিব্রেটি অভিনেতা। কিন্তু পর্দার এই নামী অভিনেতা কি সত্যিই হতে পারবে বাস্তব জীবনের নায়ক?

মাহমুদুর রহমান হিমির নির্মিত ওয়েবফিল্মটিতে জোভান-পূজা ছাড়া আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, মুসাফির সায়েদ বাচ্চু, সিনথিয়া সহ আরও অনেকে। চিত্রনাট্য করেছেন রায়হান খান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

দীপ্ত প্লে‘‌র অরিজিনাল ফিল্ম ‘পরি’র গান রিলিজ

আপডেট সময় : ০৩:০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩

‘আমি যে ফুলটুসি, ডিমান্ড আমার বেশি..কাছে এলে দেখাবো আমি কতটা দেশি’ – সময়ের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরির ঠোঁটে এই গান ইউটিউবে আসার পরেই ছড়িয়ে গেছে শ্রোতাদের মাঝে। দীপ্ত টিভির হেড অফ ডিজিটাল মো. আবু নাসিম বলেন, “‌দীপ্ত প্লে‘‌র অরিজিনাল ফিল্ম ‘পরি’র এই আইটেম গানটির মূল শিরোনাম অবশ্য ‘এক দুই তিন’। আদ্রিজা ব্যানার্জির গাওয়া গানটিতে পূজাকে দেখা গেছে গ্ল্যামারাস পার্টি লুকে ক্লায়েন্টদের মনোরঞ্জন করতে। ‘পরি’ ফিল্মের একটি গুরুত্বপূর্ণ সময়ে গানটি দেখানো হয়। অধ্যয়ন ধারার কথা, সুর ও সঙ্গীতে গানটির চিত্রায়ন করেছেন রাজু রাজ ও বিদ্রোহী দীপন“‌।

পাচারকারীদের খপ্পড়ে পড়ে থাইল্যান্ডে আটকে আছে এক বাংলাদেশী মেয়ে। ফিরে আসতে চায় দেশে। কিন্তু চাইলেই কি ফেরা যায়? ক্রমেই তার জীবন ডুবতে থাকে অন্ধকারে। ঠিক তখনই আলোর চিহ্ন নিয়ে আসে এক সেলিব্রেটি অভিনেতা। কিন্তু পর্দার এই নামী অভিনেতা কি সত্যিই হতে পারবে বাস্তব জীবনের নায়ক?

মাহমুদুর রহমান হিমির নির্মিত ওয়েবফিল্মটিতে জোভান-পূজা ছাড়া আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, মুসাফির সায়েদ বাচ্চু, সিনথিয়া সহ আরও অনেকে। চিত্রনাট্য করেছেন রায়হান খান।