বগুড়ার নন্দীগ্রামে দুই মিনিটের ঝড়ে ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়েছে। এছাড়া বিদ্যুতের তারে গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা রাতে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের গুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় হঠাৎ করে আকাশে ঘন মেঘ দেখা দেয়। এরপরই ঝড়ের আঘাতে মুহুর্তে বসতবাড়ি, গাছপালা, সবজি ক্ষেত লন্ডভন্ড হয়ে যায়। এতে গুলিয়া গ্রামের মুক্তিযোদ্ধা আলী আজগর, সাবেক ইউপি সদস্য মুকুল হোসেনসহ ১৮-২০টি বাড়ির ঘরের টিন ঝড়ে উড়ে গেছে। এছাড়া ঝড়ে বিদ্যুতের তারে গাছ পড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ।
পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মাজহারুল ইসলাম বলেন, ঝড়ে বিদ্যুতের তারে গাছপালা পড়ে ক্ষতি হয়েছে। বিদ্যুৎ সরবরাহ সাভাবিক করতে কাজ করা হচ্ছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে থালতা মাজগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন জানান, আকস্মিক ঝড়ে গুলিয়া গ্রামের বেশ কিছু ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি পরিদর্শন করে তাদের সহযোগীতা করা হবে।