বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় বিটল প্রামানিক (৪৫) নামের এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে (বগুড়া-নাটোর) মহাসড়কের নন্দীগ্রাম মহিলা কলেজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত বিটল প্রামানিক নাটোর জেলার সিংড়া উপজেলার নিমাই কদমা গ্রামের জোতিন প্রামানিকের ছেলে।
জানা যায়, সিংড়া থেকে একটি অটোরিকশায় পরিবার নিয়ে নন্দীগ্রামে আসতেছিল বিটল। অটোরিকশাটি নন্দীগ্রাম মহিলা কলেজ এলাকায় পৌঁছিলে বিটল রিকশায় বসে থাকাবস্থায় মাথা বের করে দেয়। এসময় দ্রুত গতির একটি ট্রাক তার মাথায় ধাক্কা দিলে সে সড়কে পড়ে যায়। এবং ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
কুন্দারহাট হাইওয়ে থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দূর্ঘটনায় বিটল নামের এক যাত্রী মারা গেছে। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।