বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মোটরসাইকেলের মালিকদের মধ্যে আবার চুরির আতঙ্ক শুরু হয়েছে। চোরের চক্রটি আবার এলাকায় সক্রিয় হয়ে উঠেছে। বেশ কিছুদিন বন্ধ থাকার পর আবার মোটরসাইকেল চুরি শুরু হয়েছে নন্দীগ্রামে। উপজেলায় গত দুই দিনে চারটি মোটরসাইকেল চুরি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, নন্দীগ্রামে গত শুক্রবার একদিনে তিনটি মোটর সাইকেল চুরি হয়েছে। শুক্রবার সকালে উপজেলার রনবাঘা কালিতলা থেকে সিটি ১০০ সিসি মোটর সাইকেল রেখে বাজার করতে যায় কৃষক আব্দুল হান্নান। কিছু পর এসে দেখে তার মোটর সাইকেল নেই। একই দিন ব্যবসায়ী সাইফুল ইসলাম গোলাপ সিটি ১০০ সিসি মোটর সাইকেল নিয়ে ওমরপুর হাটে যান বাজার করতে। কিছুক্ষণ পরে এসে দেখেন মোটর সাইকেল সেখানে নেই। এছাড়া সন্ধ্যায় উপজেলার ভাটগ্রামে ইসলামী জালসা থেকে জেল হোসেন নামের এক ব্যক্তির ডিসকভার ১২৫ সিসি মোটর সাইকেল হারিয়েছে।
এদিকে গত বৃহস্পতিবার উপজেলার পন্ডিতপুকুর বাজার থেকে কৃষক আইজুল ইসলামের সিটি ১০০ সিসি মোটর সাইকেল হারিয়ে যায়।
ব্যবসায়ী সাইফুল ইসলাম গোলাপ বলেন, সকালে ওমরপুর হাট থেকে আমার মোটরসাইকেলটি চুরি হয়ে গেল। আমি তো অবাক। তা পাওয়ার আশায় বিভিন্ন মাধ্যমে চেষ্টা করে যাচ্ছি। এঘটনা থানায় জানানো হয়েছে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘মোটরসাইকেল চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। চুরিকৃত মোটর সাইকেল উদ্ধারসহ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।