নাসিক ৩নং ওয়ার্ড বিএনপি নেতা আফজাল হোসেনের কান্ড। আরিফ নামে এক মাতালের কাছ থেকে স্টাম্পে স্বাক্ষর নিয়ে সরকারী জমি বায়না করার অভিযোগ উঠেছে। আফজাল হোসেন এলাকার চিহিৃত ভূমিদস্যু, সন্ত্রাসী, মামলাবাজ ও চাঁদাবাজ। মাতাল আরিফের কাছ থেকে নেওয়া সরকারি জমির বায়নাপত্র দেখিয়ে সরকারি জমি দখল না করে দলবদ্ধ হয়ে প্রবাসী একেএম দুলাল হোসেনের বসত বাড়ী দখল করার পায়তারা করছে। প্রবাসীর বাড়ীর নির্মান কাজ বন্ধসহ তার লেবারদের মারধর করে ও প্রবাসীর পরিবারকে বিভিন্ন হুমকিসহ ১৫’লাখ টাকা চাঁদা দাবি করে।
এ ব্যাপারে এলাকার সচেতন মহল এগিয়ে আসতে চাইলেও এলাকার চিহিৃত ভূমিদস্যু, সন্ত্রাসী, মামলাবাজ ও চাঁদাবাজ আফজাল হোসেনের ভয়ে চুপ থাকছে। এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ জানান, আফজাল হোসেন জামাত শিবিরের দোশর নাসিক ৩নং ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক হওয়ায় তার বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। সে বিএনপি আমল থেকে অদ্যবধি অদৃশ্য শক্তির ইশারায় ভূমিদস্যুতা চালিয়ে আসছে। এ কাজে ব্যবহৃত হচ্ছে তার নিজের গড়া একটি সন্ত্রী দল।
এ দলটি এলকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। বিভিন্ন সম্মানী ব্যাক্তিকে মামলা হামলা করে নাজেহাল বানাচ্ছে এ আফজাল বাহিনী। এদের ভয়ে প্রবাসী একেএম দুলাল হোসেন স্ত্রী মনোয়ারা বেগমসহ তার পরিবার বাড়ী থেকে বের হতে ভয় পাচ্ছে। এ ব্যাপারে মনোয়ারা বেগম আফজাল বাহিনীর বিরুদ্ধে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগ দায়ের করায় আফজাল বাহিনী আরো ক্ষিপ্ত হয়ে মনোয়ারা বেগমের বিরুদ্ধে মাতাল মেহেদী হাসান আরিফকে দিয়ে অভিযোগ করায়। এ বিষয়ে এলাকাবাসীর কাছে জানতে চাইলে এলাকাবাসী জানায়, আফজাল বাহিনী সরকারের অধিগ্রহন করা জমি নিজ দখলে নিয়ে নিজের বলে চালিয়ে দিচ্ছে। এরা এলাকার চিহিৃত ভূমিদস্যু, সন্ত্রাসী, মামলাবাজ ও চাঁদাবাজ।