পত্নীতলায় বায়ার ক্রপসায়েন্স কর্তৃক উপজেলার ২শ জন প্রান্তিক কৃষকের মাঝে বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ৩কেজি হারে এজেড-৭০০৬ জাতের হাইব্রিড ধান বীজ বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
করোনা ভাইরাস মহামারি চ্যালেঞ্জ মোকাবিলায় প্রান্তিক কৃষককে সহায়তার লক্ষে চাষাবাদের মৌলিক উপকরণ সরবরাহে উক্ত উদ্যোগ গ্রহন করে বায়ার ক্রপসায়েন্স প্রান্তিক কৃষকের মাঝে বেটার ফার্মস্-বেটার লাইভস্ কার্যক্রমের অধীনে বিনামূল্যে এসব উচ্চ ফলনশীল হাইব্রিড ধান বীজ বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোহায়মেনুল ইসলাম, বায়ার ক্রপসায়েন্সের টেরিটরি অফিসার খন্দকার সাইফুজ্জামান, ক্রপ ক্লিনিক উপদেষ্ঠা জয়নাল আবেদীন, ফিল্ড এসোসিয়েটস্ গোলাম রাব্বী সহ অন্যান্য সূধীজন, সাংবাদিকবৃন্দ, কৃষকবৃন্দ প্রমূখ।