পত্নীতলায় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মোফাজ্জল হোসেন (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার দোচায় দীঘি পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত মোফাজ্জল ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোফাজ্জল তার নিজ পুকুরের পানি সেচের জন্য মটরে বিদ্যুতের তার সংযোগ দেয়ার সময় সে তারে জড়িয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।