সারা দেশেরন্যায় পত্নীতলায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২০ উপলক্ষে শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“মহামারি কোভিড-১৯ কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি” এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি সহকারী ডেন্টাল সার্জন আসিফুজ্জামান, সাংবাদিক দিলিপ চৌহান, পরিবার পরিকল্পনার ইউনিয়ন পরিদর্শক এনামুল ইসলাম, মাঠ পরিদর্শক বিলকিস আরা বানু, আব্দুর রাজ্জাক, আলী মর্তুজা, সাহেদা বেগম, আব্দুল মজিদ।
এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, সূধীজন উপস্থিত ছিলেন। শেষে কর্মীদের মাঝে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়।