গাইবান্ধার পলাশবাড়ীতে চির অসুস্থতার জ্বালা সইতে না পেয়ে মনের ক্ষোভ আর দুঃখে গলায় ফাঁস দিয়ে অবশেষে আত্মহত্যা করেছেন।
পলাশবাড়ীর হরিনাথপুর ইউনিয়নের প্রত্যান্ত পল্লী হরিনাবাড়ী দক্ষিণপাড়ার কাঠমিস্ত্রী শান্তি চন্দ্র সূত্রধরের সাথে সুন্দরগঞ্জের সিঁচা পাঁচপীর এলাকার কান্তি চন্দ্র সূত্রধরের মেয়ে স্বপ্না রানীর (৩৫)বিয়ে হয়।দাম্পত্য জীবনে তাদের ঘরসংসার বেশ ভালই কাটছিল।
কিন্তু ; সময়ের ব্যবধানে বিভিন্ন জটীল রোগ স্বপ্নার শরীরে জেঁকে বসে।এরইমধ্যে পর-পর দুই ছেলে সন্তানের জন্ম হয় তাদের ঘরে।কিন্তু অসুস্থতা যেন স্বপ্নার পিছ ছাড়ছিল না।দিনের পর মাস পেরিয়ে বছর ধরে নামী-দামী চিকিৎসকের শরণাপন্ন হলেও সুস্থতার পরিবর্তে গুরুতর অসুস্থতায় আরো কাহিল হয়ে পড়েন।
সোমবার বিকেলে বাড়ীর সকলের অজান্তে সুযোগ বুঝে শয়ন ঘরের তীরের সাথে রশি পেঁচিয়ে সে আত্মহত্যা করে।এরআগেও সে আত্মহত্যার চেষ্টা করেও ব্যর্থ হন বলে স্বজনরা জানায়।কারো কোন অভিযোগ না থাকায় শান্তিপুর্ন পরিবেশে স্বপ্নার সৎকার সম্পন্ন করা হয়।