অনলাইন ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আজ শুক্রবার এক যাত্রীবাহী ট্রেনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই ট্রেন লাইনচ্যুত হয়ে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত আটজন আহত হয়েছেন। দেশটির স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য জানান। খবর রয়টার্স ও আল-জাজিরার।
দেশটির স্থানীয় এক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রেনটি করাচি থেকে বেলুচিস্তান প্রদেশের সিবি জেলায় যাচ্ছিল। ডেপুটি কমিশনার সামিউল্লাহ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ট্রেনটি বোলান জেলার পেশি এলাকায় জাফর এক্সপ্রেস বোমা হামলার শিকার হয়েছে। এতে ট্রেনের এক ইঞ্জিনসহ আটটি বগি লাইনচ্যুত হয়েছে।
দেশটির পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে নিরাপত্তা ও উদ্ধারকর্মীরা পৌঁছেছে। তবে পাহাড়ি এলাকায় এই হামলা হওয়ায় উদ্ধারকাজে বেশ কষ্টসাধ্য বলে প্রতিবেদনে বলা হয়েছে।