ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

পাথরঘাটায় চুরির দায়ে আটক ৩

বরগুনার পাথরঘাটায় চুরি করা ব্যাটারিচালিত অটোরিকশা বিক্রি করতে যাওয়ার পথে স্থানীয়দের হাতে ধরা পড়েছে তিন যুবক। স্থানীয় জনতা গণধোলাই দিয়ে তাদের পুলিশের হাতে তুলে দেয়।

গতকাল শুক্রবার বিকেলে নাচনাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া অটোরিকশাটি জব্দ করা হয়েছে। আটক ব্যাক্তিরা হলেন নাচনাপাড়া ইউনিয়নের শতকর এলাকার দুলাল (২৬), একই ইউনিয়নের অলিউল্লাহ (২১) ও আনোয়ার শাহিন (১৮)।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, ‘আটক ব্যক্তিরা অটোরিকশা ছাড়াও এই এলাকায় আরও বেশ কয়েকটি চুরির ঘটনার সঙ্গে সম্পৃক্ত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগও রয়েছে। অটোরিকশা চুরির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আপলোডকারীর তথ্য

পাথরঘাটায় চুরির দায়ে আটক ৩

আপডেট সময় : ০৩:৩০:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩

বরগুনার পাথরঘাটায় চুরি করা ব্যাটারিচালিত অটোরিকশা বিক্রি করতে যাওয়ার পথে স্থানীয়দের হাতে ধরা পড়েছে তিন যুবক। স্থানীয় জনতা গণধোলাই দিয়ে তাদের পুলিশের হাতে তুলে দেয়।

গতকাল শুক্রবার বিকেলে নাচনাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া অটোরিকশাটি জব্দ করা হয়েছে। আটক ব্যাক্তিরা হলেন নাচনাপাড়া ইউনিয়নের শতকর এলাকার দুলাল (২৬), একই ইউনিয়নের অলিউল্লাহ (২১) ও আনোয়ার শাহিন (১৮)।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, ‘আটক ব্যক্তিরা অটোরিকশা ছাড়াও এই এলাকায় আরও বেশ কয়েকটি চুরির ঘটনার সঙ্গে সম্পৃক্ত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগও রয়েছে। অটোরিকশা চুরির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।