রংপুরের পীরগঞ্জের টিওরমারী গ্রামের এক কৃষকের গোয়াল ঘর খালি করেছে গরু চোররা। গত ২৬ জুন শুক্রবার দিনগত গভীর রাতে গরুচোর সিন্ডিকেটের সদস্যরা উপজেলার টুকুরিয়া ইউনিয়নের উল্লেখিত গ্রামের মৃত- কফিল উদ্দিনের ছেলে কৃষক জয়নাল আবেদীনের বাড়ীতে ওই চুরীর ঘটনা ঘটায় ।
গরুর মালিক কৃষক জয়নাল জানায়, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে গুরুগুলো গোয়াল ঘরে রাখেন। সকালে গুরু বের করতে গিয় দেখেন, তাঁর গোয়াল ঘর খালি, একটি গরুও নেই। চোরেরা গোয়ল ঘরের পেছনের দেয়ালের ইট খুলে তাঁর আড়াই লক্ষাধিক টাকা মূল্যের ২ টি গাভীসহ ৫ টি গরু নিয়ে গেছে । পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।