মুজিব বর্ষ উপলক্ষে রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নে উন্নত জাতের আম গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রযুক্তিবিদ সাঈদ রেজা শান্তর পক্ষে সোমবার ওই চারা বিতরণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাদিদ জাহান সৈকত,পীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এজেডএম সেকেন্দার আলী মন্ডল,রামনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেন বাদল সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও বিশিষ্ট হোমিও চিকিৎসক জাহিদুল ইসলাম লালু। এ সময় এলাকার সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মুজিব বর্ষ উপলক্ষে বিশিষ্ট প্রযুক্তিবিদ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাসুর মরহুম এমএ ওয়াহেদ কানু মিয়ার জ্যৈষ্ঠ ছেলে, ইঞ্জিনিয়ার সাঈদ রেজা শান্ত ব্যক্তিগত উদ্যোগে পীরগঞ্জের পৌরসভাসহ ১৫ টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাধারণ মানুষের বাড়ী-বাড়ী উন্নত জাতের আমগাছ লাগানোর উদ্দেশ্যে মাসব্যাপী উন্নত জাতের চারা বিতরণ ও রোপন কর্মসূচি গ্রহন করেন। এ কর্মসুচির অংশ হিসেবে সোমবার রামনাথপুর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বর্নিত ইউপির বিভিন্ন গ্রামবাসীর মাঝে ওই চারা বিতরণ করা হয় ।