পুঠিয়া উপজেলা শ্রমিক লীগের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন রাজশাহী জেলা সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা।
আজ বৃহস্পতিবার পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়নের নন্দনপুর ইকোপার্কে বৃক্ষরোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অসাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা।
এসময় উপস্থিত ছিলেন বানেশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এড. আব্দুস সামাদ মোল্লা, ভালুকগাছি ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান তাকবীর হাসান, ভালুকগাছি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুম পারভেজ, পুঠিয়া উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, পুঠিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি রাজিবুল হক রাজিব, ভালুকগাছি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, সাধারণ সম্পাদক খলিলুর রহমান।
পরে বানেশ্বর ইউনিয়নে মাইপাড়ার আওয়ামী লীগনেতা সাদেক আলীর কবর জিয়ারত করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা।